বিশ্ব ডেস্ক: মিয়ানমারের রাখাইন প্রদেশের থনডাই বিমান বন্দর (যা মা জিন ) দখল করার দাবি জানিয়েছে আরাকান আর্মির সদস্যরা। দেশটির সর্ববৃহৎ শহর ইয়াংগুনের উত্তর-পশ্চিমে প্রায় ২৬০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে অবস্থিত সৈকত সমৃদ্ধ এই বিমান বন্দর। খবর ভয়েস অব আমেরিকা।
রাখাইন প্রদেশের ছয়টি বিমানবন্দরের মধ্যে এটি একটি। এটি দখল হওয়ায় এই এলাকার উপকূলীয় অঞ্চল বিদ্রোহীরা অনায়াসে দখল করে নিতে পারে- এমন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে বলে খবরে বলা হয়েছে।
গত বছরের নভেম্বর থেকে আরাকান আর্মি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং রাখাইন প্রদেশের ১৭টি শহরের মধ্যে ৯টির নিয়ন্ত্রণ নিয়েছে।
আরাকান আর্মি টেলিগ্রামে গত রোববার রাতে এক বিবৃতিতে বলেছে, বিমান বন্দর দখলের আগে এই এলাকায় সংঘটিত সংঘর্ষে নিহত ৪০০ জনের বেশি সরকারি সৈন্যের মৃতদেহ তারা উদ্ধার করেছে।
এসজিএন/হাসনা