25 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পিএসসি : প্রশ্নফাঁসের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

পিএসসি : প্রশ্নফাঁসের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

পিএসসি

ঢাকা: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (বিপিএসসি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার(8 জুলাই ২০২৪) রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামির সংখ্যা অর্ধ শতাধিক দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জানান, প্রশ্নফাঁসে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাইবে পুলিশ।

এর আগে বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সোমবার (৮ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ