27 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সোহান ছাত্রলীগ থেকে বহিস্কার

প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সোহান ছাত্রলীগ থেকে বহিস্কার


বিএনএ,ঢাকা: প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

সোমবার (৮ জুলাই) উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম গ্রেপ্তার হয়েছেন। এতে সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত: সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনের প্রতিবেদনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে আসে। প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের একাধিক সদস্যের তথ্য উঠে আসে।

সোমবার চক্রের ১৭ সদস্যকে সিআইডি গ্রেপ্তার করেছে। সোহানুর রহমান সিয়াম একই অভিযোগে গ্রেপ্তার আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। সংবাদটি প্রকাশের পর আলোচনায় এসেছেন সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম।

সিআইডি সুত্রে জানা যায়,বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। তিনি বিদেশে পড়ালেখা করেছেন। এরপর দেশে এসে তিনি ভর্তি হন একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জীবন মানুষকে সাহায্য করেন, সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিয়াম চলাফেরা করেন দামি গাড়িতে।

বিএনএনিউজ/রেহানা/হাসনা


শিরোনাম বিএনএ