19 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » খাতুনগঞ্জে ঈদ উপহার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী

খাতুনগঞ্জে ঈদ উপহার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী


বিএনএ, চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের খাতুনগঞ্জে এক হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জুলাই) খাতুনগঞ্জ এ্যাপোলো চত্তর মোড়ে এক অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রধান অতিথি হিসেবে  এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, সাবেক পরিচালক ও  খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সির হাজী নুরুল হক ।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার আজীবন দরকার। সকল গরীব দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সরকার। তাই আমি বলতে চাই আগামী  নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে। নজির বিহীন রাষ্ট্র পরিচালনা করে যিনি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন দেশের মানুষের মাঝে কিভাবে কাজ করতে হয়।

পদ্মা সেতুর উদাহরণ দিয়ে তিনি বলেন,এই সরকার আজীবন থাকলে দেশের সকল অগোছালো উন্নয়ন কাজ সম্পূর্ণ হবে। দেশ এগিয়ে যাবে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ