বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতি অগ্নিকান্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, রূপগঞ্জ সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের পর ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।