24 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী খুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী খুন

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের এক কর্মী খুন হয়েছে। শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ি উপজেলার লোগাং এলাকার হাতিমারায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩/৪ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ীতে ঢুকে গুলি করে বরুণ বিকাশ চাকমাকে হত্যা করে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য নিহত ব্যক্তিকে নিজেদের দলের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম। কে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ