25 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে পান বিক্রেতাকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে বাসচাপায় সাবেক নৌ-কর্মকর্তার  মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গায় আলমগীর(৫০) নামের  পান-সিগারেট বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি ফেরি করে পান-সিগারেট বিক্রি করত।

বৃহস্পতিবার(৮ জুন) রাত নয়টার দিকে পতেঙ্গার চরপাড়া সৈকত এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আলমগীর চরপাড়া এলাকার বাসিন্দা। বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটায়।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসাইন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘কথা কাটাকাটির জেরে চরপাড়া সৈকত এলাকার এক ভাতের হোটেল মালিকের সঙ্গে নিহত আলমগীর মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ওই ভাতের হোটেল মালিক ও তার কর্মচারী মিলে আলমগীরকে মারধর করেন। একপর্যায়ে তিনি সংজ্ঞা হারালে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ