25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

বিএনএ, ঢাকা: সারা দেশে শুক্রবার (৯ জুন) দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মমতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। সিনেমাটিতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌ খান। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তারা।

‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খানসহ আরও অনেকে।

মমতাজুর রহমান আকবর বলেন, খুব ভালো আয়োজনে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এ ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, দর্শক দেখেছেন। আমার প্রত্যাশা, এবারো দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।

আশা ব্যক্ত করে মৌ খান বলেন, কাজটি ভালো হয়েছে। ডিপজল ভাইয়ের বিপরীতে কাজ করেছি। গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর নির্মাণ করেছেন। এ ধরনের গল্পের সিনেমার একসময় খুব চাহিদা ছিল। আমাদের মা-খালারা এখনো এ ধরনের সামাজিক সিনেমা দেখতে চান। সিনেমাটি করে অনেক কিছু শিখেছি। এটি আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।

উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’।

বিএনএনিউজ/বিএম

 

Loading


শিরোনাম বিএনএ