বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্টল বসানোর জের ধরে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ হত্যাকাণ্ড ঘটে।
এঘটনায় মো. মোবারক (২৭) নামে আরও এক যুবক আহত হয়েছেন। নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মো. মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
নগরীর কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানোর জের ধরে মঈনুদ্দিন ও মোবারকের সঙ্গে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর অতর্কিতভাবে ছুরিকাঘাত করে পিস্তল বাবু।
পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে গেলে দুইজনকে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করা হয়। মোবারক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম