24 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কোভিড-১৯ : চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু,আক্রান্ত ১১৩

কোভিড-১৯ : চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু,আক্রান্ত ১১৩

কোভিড-১৯

বিএনএচট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ১ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষায় ১১৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৬৬ জন এবং উপজেলার ৪৭ জন। এতে চট্টগ্রামে মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৩৪ জন। একই সময় চট্টগ্রামে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নগরে ১ জন মারা গেছেন। বুধবার (  ৯  জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষায় ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৮৬টি নমুনা পরীক্ষায় ১৭ জন,চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন,চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৩১টি নমুনা পরীক্ষায় ৮ জন,চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ১৪ জন,কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৩টি নমুনা পরীক্ষায় ৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৪টি নমুনা পরীক্ষায় ১ জন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯টি নমুনা পরীক্ষায় ৩ জন,এপিক হেলথ ল্যাবে ৫টি নমুনা পরীক্ষায় ২ জন,চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৫ এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। এদিন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৩ জন বেড়ে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৩৩৪ জন । যাদের মধ্যে নগরে ৪৩ হাজার ১০৩ জন এবং উপজেলায় ১১ হাজার ২৩১ জন। একই সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩২ জন। যাদের মধ্যে নগরে ৪৫০ জন এবং উপজেলার ১৮২ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ