ফের জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস
24 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ফের জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

ফের জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস


বিএনএ, বিশ্বডেস্ক : আবার জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পাচ্ছেন আন্তোনিও গুতেরেস। এবার মহাসচিব পদে অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন।

পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট গুতেরেস ২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার মহাসচিব নির্বাচনে দশজন প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দেওয়ায় তারা কেউ প্রার্থী হতে পারেননি।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্ট এসভেন জুরজেনসেন এ তথ্য নিশ্চিত করেছে। আগামী বছরের ১লা জানুয়ারি থেকে আবারও ৫ বছরের জন্য দায়িত্ব পালন করবেন তিনি। আবারও দায়িত্ব পেয়ে বিবৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ‍গুতেরেস।

৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ