20 C
আবহাওয়া
৬:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গাছবাড়িয়া কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

গাছবাড়িয়া কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজে

চন্দনাইশ(চট্টগ্রাম):  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও দেশপ্রেম শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজে নবরূপে নান্দনিকভাবে স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। কলেজের লাইব্রেরি ভবনে স্থাপিত এ কর্ণারটি সোমবার(৯মে) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  ড. সুব্রত বরণ বড়ুয়া উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ হাসান ছরওয়ারের সঞ্চালনায় অন্যদের বক্তব্য রাখেন প্রফেসর আবু বকর মজুমদার, কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও লাইব্রেরি কমিটির আহবায়ক মোহাম্মদ ফখরুল মাওলা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুল খালেক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ফরিদুল আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার দেব, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিত দাশ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক যথাক্রমে মোঃ সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, মুহাম্মদ জানে আলম, কে এম আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুর রহমান, মুহাম্মদ আনিসুজ্জামান, মোঃ ফোরকান, দেওয়ান মোঃ জানে আলম, মোহাম্মদ ইলিয়াছ মিঞা, প্রভাষক যথাক্রমে আবুল কালাম আজাদ, গোলনাহার আক্তার, মোঃ মিজান উদ্দীন খান, ইশতিয়াক ইবনে ওয়াহিদ, নিলুফা ইয়ামিন, আবু বকর, শেফায়াত হোসেন, নুপুর শর্মা, চৈতী বড়ুয়া, মোঃ রহমত উল্লাহ, ইসরাত জাহান, ইয়াছমিন আক্তার, উজ্জ্বল বড়ুয়া, মোঃ কামরুজ্জামান, মোঃ সোহেল, সহকারী লাইব্রেরিয়ান মোঃ শফিউল আলম, কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. সাইফুল বাবু ,যুগ্ম আহবায়ক মো. আবিদুল ইসলাম ও সাফাতুন নুর চৌধুরৗ প্রমুখ।

দৃষ্টিনন্দন এই কর্নারে প্রায় দুই শতাধিক বই, ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর আলোকচিত্র ও প্রামান্যচিত্র রয়েছে।

বিএনএনিউজ২৪,মোহাম্মদ হামিদুর রহমান সাকিল,জিএন

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর