17 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ

ট্রেন

বিএনএ কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে (পথ) প্রকৌশলী মো. লিয়াকত আলী মজুমদার।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে।

তিনি জানান, দুর্ঘটনার ফলে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে। ট্রেন চলাচল বন্ধের কারণে এই রুটে চলাচল করা সব ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ