20 C
আবহাওয়া
৮:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঝুঁকি নিয়ে চট্টগ্রাম ছাড়ছে নিম্ন আয়ের মানুষ

ঝুঁকি নিয়ে চট্টগ্রাম ছাড়ছে নিম্ন আয়ের মানুষ


বিএনএ, চট্টগ্রাম: প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। এতে করে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে ৩৩ জন মানুষ বহনকারী ঢাকা মেট্রো ঠ ১১- ০৫০৬ সিরিয়ালের একটি পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ সার্জেন্ট সুখেন চন্দ্র দে। এছাড়া পিকআপটির প্রত্যেক কাগজ পত্রের মেয়াদোত্তীর্ণ।

বাসের অল্প দূরত্বে বেশি ভাড়া এবং ট্রেনের টিকিট না পাওয়ায় ঝুঁকি নিয়ে চট্টগ্রাম ছাড়ছেন নগরের অসংখ্য নিম্ন আয়ের মানুষ। গৃহকর্মী, রাজমিস্ত্রী, রিকশাচালক, দিনমজুর এবং ভিক্ষুকরাও পর্যন্ত পিকআপ ভ্যান, ট্রাক, লেগুনা; এমনকি অটোরিকশায় করেও যার যার গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের কাছে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ঝুঁকি নিতে বাধ্য করছে চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষকে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ