22 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আইনজীবীদের অসহিষ্ণু আচরণে বিচার বিভাগের ক্ষতি হয়

আইনজীবীদের অসহিষ্ণু আচরণে বিচার বিভাগের ক্ষতি হয়

আইনজীবীদের অসহিষ্ণু আচরণে বিচার বিভাগের ক্ষতি হয়

বিএনএ: ইদানীংকালে আইনজীবীদের মধ্যে অসহিষ্ণু আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এমন আচরণ বিচার বিভাগ, গণতন্ত্র ও রাষ্ট্রের অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠার যে লড়াই করা হচ্ছে তা প্রতিষ্ঠা করা যাচ্ছে না। এ কথা বলেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (৯ এপ্রিল) ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলে প্রধান বিচারপতি। এর আগে তিনি জেলা জজ আদালত প্রাঙ্গণের পূর্ব পাশে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি মনে করি জুডিশিয়াল একটি বডি। এর ডান হাত বিচারক আর বাম হাত আইনজীবী। একটি ক্ষতিগ্রস্ত হলে আরেকটি ভালোভাবে চলতে পারে না। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমাকে বলেছেন, ফরিদপুরে আইনজীবীদের সঙ্গে বিচারকদের একটি সুসম্পর্ক রয়েছে। আপনাদের সাহায্যে ছাড়া আদালতের বিচারকাজ ঠিকভাবে চলতে পারে না।’

মতবিনিময় সভায় প্রধান বিচারপতি আরও বলেন, ‘ফরিদপুরে মামলা ফাইলের চেয়ে ডিসপোজাল বেশি। গত বছর ৫ হাজার ৫৫৭টি কেস ফাইল হলেও এর বিপরীতে কেস ডিসপোজাল হয়েছে ২৯ হাজার ৫টি। বছরের পর বছর মামলা চললে বিচারপ্রার্থীর মধ্যে আস্থাহীনতা তৈরি হয়। ফরিদপুরে অচিরেই এ জট দূর হবে।’

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ