বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মাদক মামলায় দেলোয়ার হোসেন গাজী (৫৩) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৯ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এই রায় দেন।
দেলোয়ার হোসেন গাজী চাদঁপুর জেলার সদর থানার বাবুর হাট গাজীর বাড়ির মৃত আবুল হোসেন গাজীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, চার জনের সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন গাজীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নগরীর পুরোনো রেলস্টেশন এলাকা থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট এক হাজার ইয়াবাসহ দেলোয়ার হোসেন গাজীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কোতোয়ালী সার্কেলের কর্মকর্তারা। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে মামলা করে। আসামির বিরুদ্ধে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর এই মামলার বিচার শুরু হয়।
বিএনএ/ ওজি