20 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের ছুটিতে খোলা থাকছে রাবির আবাসিক হল

ঈদের ছুটিতে খোলা থাকছে রাবির আবাসিক হল

ঈদের ছুটিতে খোলা থাকছে রাবির আবাসিক হল

বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর’র ছুটিতে খোলা থাকছে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল। রোববার (৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. সৈয়দা নুসরাত জাহান।

সৈয়দা নুসরাত জাহান বলেন, “প্রাধ্যক্ষ পরিষদের সভায় ছুটিতে হল খোলা রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত বছর ঈদ-উল-আযহায় বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল খোলা ছিলো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতেও বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল খোলা থাকবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু বছর ধরে ঈদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা হতো। তবে গত বছর পবিত্র ঈদ-উল-আযহায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা জানিয়েছেন, সামনেই বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আছে। এমন সময়ে বাসায় গেলে প্রস্তুতি বিঘ্ন হতে পারে। এদের মধ্যে কিছু শিক্ষার্থী পারিবারিক নানা কারণেও ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতে চান।

ঈদের ছুটি ১৫ দিন
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মোট ১৫ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাঝের শুক্র-শনিবার ছুটিসহ আগামী ১৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিএনএনিউজ/সাকিব, বিএম

Loading


শিরোনাম বিএনএ