25 C
আবহাওয়া
৭:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি যুবক নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমতীরে আয়েদ আজম সেলিম (২০) নামে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।  শনিবার রাতে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সিএনএনের খবরে বলা হয়,  আয়েদ আজম সেলিমের বুকে এবং পেটে গুলি করে ইসরাইলি সেনারা।গুলিবিদ্ধ অবস্থায় তাকে কালকিলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার পর শুক্রবার ভোরে পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি ও তেলআবিবে পৃথক তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

এসব হামলায় কমপক্ষে তিনজন ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে পশ্চিমতীরের অবৈধ ইহুদি বসতিতে দুই ইসরায়েলি নারী নিহত এবং একজন গুরুতর আহত হন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ