26 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু

মিরসরাইয়ে ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মোঃ সেলিম (৪০) ও তার শিশু পুত্র মোঃ মিনহাজ (০৯)।

শনিবার ( ৮ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট বাজার এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম ও মিনহাজকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নির্মল (২০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানো হয়।

নিহত মো সেলিম মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার উকিল বাড়ির শহিদুল্লাহর ছেলে ও মিনহাজ তার নাতি।

কুমিরা হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের চাচা খোরশেদ আলম এর জিম্মায় দেয়া হচ্ছে।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ