22 C
আবহাওয়া
১২:১৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে দেয়াল ধসে আহত বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে দেয়াল ধসে আহত বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে আট দিন আগে দেয়াল ধসে আহত  আনোয়ারা বেগম (৮৫) নামে  এক বৃদ্ধা অবশেষে মারা গেছেন। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয়।আনোয়ারা বেগম আগ্রাবাদ চৌমুহনী এলাকায় বাসিন্দা ছিলেন।

শনিবার (২ এপ্রিল) দেয়াল ধসে আহত ৫ জনের মধ্যে এক বৃদ্ধা চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত শনিবার বেলা সাড়ে ১২টায় চৌমুহনী এলাকার হাসমত আলী শালকরের পাশে একটি ভবনের দেয়াল ধসে পড়ে। এতে ওই বৃদ্ধাসহ পাঁচ জন গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ