22 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ছাত্রীর গালে ছাত্রকে দিয়ে শিক্ষকের চড়

ছাত্রীর গালে ছাত্রকে দিয়ে শিক্ষকের চড়

ছাত্রীর গালে ছাত্রকে দিয়ে শিক্ষকের চড়

বিএনএ, ডেস্ক : ক্লাসে পড়া না পারায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ড. রওশন আলম কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে একই ক্লাসের ছাত্রকে দিয়ে চড় দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক সাদেকুর রহমানের বিরুদ্ধে।

এই নিয়ে শুক্রবার (৮ এপ্রিল) কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কলেজ অধ্যক্ষ বরাবর প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ড. রওশন আলম কলেজে গত ৪ এপ্রিল সকালে বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়। পদার্থ বিজ্ঞান বিষয়ে ক্লাস নিতে যান শিক্ষক সাদেকুর রহমান। তিনি পদার্থ বিজ্ঞানের একটি মান নিয়ে ক্লাসে আলোচনা করেন। ওই মানের বিষয়ে জানতে চাইলে এক ছাত্রী ভুল উত্তর দেন। এতে ওই ছাত্রীকে নিজ হাতে নিজের গালে চড় মারতে বলেন। পরপর তিনবার বলার পরও ওই ছাত্রী তা করেনি। পরে তিনি পাশে থাকা আরেক ছাত্রীকে এই কাজ করতে বলেন। কিন্তু সেও অপারগতা প্রকাশ করেন। সে সময় পাশে থাকা এক ছাত্রকে নির্দেশ দেন। পরে ওই ছাত্র পড়া না পারা ছাত্রীকে চড় মারেন।

এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমরা কলেজে গিয়েছি। শিক্ষকদের এ বিষয়ে যা বলার বলেছি। ওই শিক্ষকসহ কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষকের পক্ষ থেকে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

চড় মারা ছাত্রের বাবা দাবি করেন, ‘ওই ছাত্রী পড়া পারেনি মর্মে শিক্ষক চড় দিতে বলেছেন আমার ছেলেকে। আমার ছেলে আস্তে ওর গালে চড় দিয়েছে। ঘটনা জানার পর আমি আমার ছেলেকে সর্তক করেছি।’

শিক্ষক সাদেকুর রহমান দাবি করেন, ‘ক্লাসে একটি মান নিয়ে আলোচনা করি। ওই ছাত্রী আগেও ভুল করেছিল। তার ভুল সংশোধন করে দিয়েছিলাম। একাদশ-দ্বাদশে পড়ে কোনটা গুণ আর কোনটা দশমিক সেটা না জানলে কেমনে হবে। তখন ওই ছাত্রীকে নিজের গালে নিজে চড় মারতে বলেছিলাম। বলার পরও বার বার ভুল হচ্ছে। নিজের গালে নিজে চড় দিলে এটি মনে থাকবে। তাই এমনটি করতে বলেছিলাম। কিন্তু আমার ইনটেনশন খারাপ ছিল না। কারণ ক্লাসে আমি মারার পক্ষে না। তবে ছেলেটা নিজ থেকেই অতি উৎসাহী হয়ে ওই ছাত্রীকে থাপ্পড় দিয়েছে।’

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। গত বুধবার কলেজের এক সভা থেকে এই ঘটনার জন্য ওই ছাত্রীর বাবার কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ