19 C
আবহাওয়া
১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ৩

কুমিল্লায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ৩


বিএনএ, কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর খালে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার ১০ নং যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে ট্রাকচালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।

স্থানীয়রা জানায়, উপজেলার বাখরনগর থেকে রোয়াচালা এলাকার একটি ভাটায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় চালক ও তার সঙ্গে থাকা দুই শ্রমিক ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ভোরে ভাটায় ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ