30 C
আবহাওয়া
৯:৩৭ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮০ জন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮০ জন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৮০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫৬৮ জন। এদিন করোনায় মৃত্যুবরণ করেছেন তিনজন।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষা করে ৮১ জন শনাক্ত হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৯৯টি নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৪৭টির মধ্যে ৬ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষা করে ১০০ জন শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৬টি নমুনা পরীক্ষা করে ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করে ২৬ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, আক্রান্তদের মধ্যে নগরে ৩১৪ জন এবং উপজেলায় ৬৬ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ