বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার (৯ মার্চ) সকালে রামু ব্যাটালিয়ন ৩০-বিজিবি এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম (২১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রবিউল ইসলাম (২১) চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারি ইউনিয়নের সর্দারুপাড়ার বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
তিনি জানান, শনিবার সকালে রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মিনি ট্রাক থামানো হয়। এসময় তল্লাশী চালিয়ে গাড়ি চালক মোঃ রবিউল ইসলাম (২১) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ইয়াবা পাচারের জন্যে নিরাপদ আশ্রয় হিসেবে মিনি ট্রাক ব্যবহার করছিল।
গ্রেফতার আসামীকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি/এইচমুন্নী