16 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


বিএনএ ডেস্ক :টেকনাফের সদর ইউপি এলাকার দক্ষিণ নাজির পাড়ায় অভিযান চাালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলম (৩০) নামে এক যুবককে আটক করেছে ডিএনসি(মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর)। বুধবার(৮ মার্চ) দুপুরে এ অভিযান চালানো হয়।  আটক মোহাম্মদ আলম দক্ষিণ নাজির পাড়ার মৃত ফকির আহম্মদের ছেলে।

ডিএনসি টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, টেকনাফের দক্ষিণ নাজির পাড়ায় এ অভিযান পরিচালনা করে ডিএনসি। এ সময় মোহাম্মদ আলম (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। আলমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, গতকাল(বুধবার) দুপুর তিনটার দিকে তাঁর টিম মোহাম্মদ আলম (৩০) কে ৬ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। মোহাম্মদ আলম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানা যায়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলে তিনি আরও জানান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ