14 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে সমস্যায় ইনস্টাগ্রাম ব্যবহারকারি

বিশ্বজুড়ে সমস্যায় ইনস্টাগ্রাম ব্যবহারকারি

অনলাইনে আয় ইনস্টাগ্রামে

বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বব্যাপী সমস্যার মুখে পড়েছে প্রায় অর্ধলাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারি। বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকালে বিভ্রাটের শিকার হলেন ইনস্টাগ্রাম ইউজাররা। এক সঙ্গে প্রায় অর্ধলাখ গ্রাহকের ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায়।

মূলত আমেরিকার বাসিন্দাদের এই সমস্যার মুখে পড়তে হয়। তাছাড়াও ক্ষতিগ্রস্ত হন ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়ার ইনস্টাগ্রাম ইউজাররা। যদিও কী কারণে আচমকা বন্ধ হয়ে গেল ইনস্টাগ্রাম, সেই নিয়ে কিছুই জানা যায়নি।

ডাউনডিটেক্টরের সূত্র মারফত জানা গিয়েছে, বিপুল সংখ্যক ইউজাররা অভিযোগ জানাতে থাকেন যে তাঁদের মোবাইলে ইনস্টাগ্রাম কাজ করছে না। একাধিক উপায়ে চেষ্টা সত্ত্বেও তাঁদের ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেননি। শুধুমাত্র আমেরিকাতেই ২৬ হাজার ইউজার এই সমস্যার মধ্যে পড়েন।

বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত এই সমস্যা মেটেনি। এবার ক্ষতিগ্রস্তদের তালিকায় ঢুকে পড়ে ব্রিটেন, অস্ট্রেলিয়ার মতো দেশও। ভারতেও প্রায় এক হাজার ইউজারের ইনস্টাগ্রাম বন্ধ হয়ে যায়। ইউজারদের দাবি, অধিকাংশই ইনস্টাগ্রামে লগ ইন করতে পারলেও তারপরে আর কিছু করতে পারছেন না। অনেকে আবার সঠিক পাসওয়ার্ড দিয়েও ইনস্টাগ্রামে লগ ইন করতে পারেননি।

এরআগেও গত বছরের শেষের দিকে বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টাগ্রামের পরিষেবা ডাউন হয়ে পড়ে। ওই বিভ্রাটের সময় ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ তাদের অ্যাকাউন্টে লগইন করার সময় ‘আপনার অ্যাকাউন্ট সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে’ বলে নোটিশ দেখিয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ