বিএনএ ডেস্ক, ঢাকা: বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়িদের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়িরা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত। তারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের শঙ্কায় বিএনপি নানা প্রকার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না, এজন্য নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই।
ড. হাছান মাহমুদ বলেন, গত তের বছরে দেশে যে উন্নয়ন হয়েছে এবং প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই উন্নয়ন অগ্রতি বিএনপি ও তাদের দোসরদের পছন্দ হয় না। এ কারণে তারা দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে, দেশের মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে।
বিএনএ/এ আর