16 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে স্থানীয় বাজারে তেল-গ্যাসের দাম ব্যাপকভবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এ পরিকল্পনায় সমর্থন রয়েছেন বেশিরভাগ মার্কিন রাজনীতিকের।

মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, রুশ তেল আমদানি নিষিদ্ধের এ পদক্ষেপ ইউরোপীয় মিত্রদের বাদ দিয়ে এককভাবেই নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতা অনেক বেশি।

এছাড়া যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ঘোষণা করতে যাচ্ছে বলে বিবিসি জানাচ্ছে। প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আরো পরের দিকে একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে – আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার আভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরেক দফা বেড়ে গেছে। অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১২৪ দশমিক ৯০ ডলার হয়েছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দাম পূর্ববর্তী দিনের চেয়ে ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১২৯ দশমিক ৪২ ডলারে উন্নীত হয়েছে।

জ্বালানি তেলের দাম আরও বাড়বে বলে সতর্ক করেছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম প্রতি ব্যারেল ৩০০ ডলার পর্যন্ত উঠে যেতে পারে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ