28 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কলকাতায় রেলভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মোদির দুঃখ প্রকাশ

কলকাতায় রেলভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মোদির দুঃখ প্রকাশ

আগুন

বিএনএ ডেস্ক:কলকাতায় রেলওয়ের একটি ভবনে অগ্নিকাণ্ডে নয় জন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৮ মার্চ) সাড়ে ৬টার দিকে শহরের স্ট্রেন্ড রোডের রেলভবনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মৃত ৯ জনের মধ্যে ৪ জন ফায়ারম্যান, একজন পুলিশ কর্মকর্তা, রেলওয়ের এক কর্মকর্তা ও এক নিরাপত্তারক্ষী রয়েছেন। ওই ভবনটির ১৩তলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এনডিটিভি জানায়, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৯ মার্চ) সকালে এক টুইট বার্তায় মোদি বলেন, কলকাতায় ভয়াবহ আগুনের ঘটনায় দুঃখিত। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এদিকে, সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রেলের অনেক পুরনো ভবন। ভয়াবহ দুর্ঘটনা। মৃত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।

Loading


শিরোনাম বিএনএ