27 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করল সৌদি আরব

পহেলা সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

বিশ্ব ডেস্ক: সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় ২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রবিবার( ৯ফেব্রুয়ারি)দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিবছর তীব্র ভিড়ের সাথে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

মন্ত্রণালয় আরো ঘোষণা করেছে, ২০২৫ সালের হজে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে তাদের, যারা এর আগে হজ করেননি।

বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দু’টি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে। হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। সূত্র: গালফ নিউজ

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ