22 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ফারাজ করিমের ত্রাণ যাচ্ছে তুরস্কে

ফারাজ করিমের ত্রাণ যাচ্ছে তুরস্কে

ফারাজ করিমের ত্রাণ যাচ্ছে তুরস্কে

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। শুক্রবার(১০ ফেব্রুয়ারি ) বাংলাদেশ থেকে একটি বিমান তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা দিবে।

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন জামাল চিশতি জানান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে ফারাজ করিম চৌধুরীর আলাপ হয়। শীতবস্ত্রসহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন বলে আলাপচারিতায় জানানো হয়।
ত্রাণ

তাঁর উদ্যোগে  চট্টগ্রামের আগ্রাবাদস্থ এস.এফ টাওয়ারের সামনে অস্থায়ী কালেকশন বুথ স্থাপন করা হয়। অর্ধশত স্বেচ্ছাসেবী কাজ করছে সেখানে । তারা কম্বল, জ্যাকেট, সোয়েটার, স্যানিটারি ন্যাপকিন, মৌজা, বেবি ডায়াপার, আন্ডার গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের  সামগ্রী সংগ্রহ ও প্যাকেটজাত করছে।

কাল শুক্রবার(১০ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় ঢাকার বারিধারাস্থ তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করা হবে।

বিএনএ/ শফিউল আলম, ,ওজি

Loading


শিরোনাম বিএনএ