বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্য সফরে গিয়েছেন। গত বছর ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি জেলেনস্কির দ্বিতীয় বিদেশ সফর।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনের উত্তরে স্টানস্টেড বিমানবন্দরে জেলেনস্কিকে স্বাগত জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পাশাপাশি রাজা তৃতীয় চালর্স এবং ব্রিটিশ সামরিক প্রধানদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও বর্তমানে যুক্তরাজ্যে প্রশিক্ষণরত ইউক্রেনীয় সেনাদের পরিদর্শন করবেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি।
ঋষি সুনাকের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাজ্য সফর তার দেশের সাহস, দৃঢ় সংকল্প এবং লড়াইয়ের একটি প্রমাণ এবং আমাদের দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্বের প্রমাণ।
বিএনএনিউজ/ এইচ.এম।