বিএনএ, বশেমুরবিপ্রবি : অমর একুশে বইমেলা ২০২২ -এ প্রকাশিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান তন্ময়ের প্রথম লিখা বই ‘ক্রিকেট ৩৬৫’। বিভিন্ন সময়কালে ঘটা ক্রিকেট নিয়ে ৩৬৫ টিরও বেশি গল্প,রেকর্ড,কাহিনী নিয়ে বইটি রচিত হয়েছে। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। আর প্রচ্ছদ করেছেন পাবলো আহান।
বর্তমানে রকমারি ডট কমে বইটির প্রি-অর্ডার চলছে। রকমারি ডটকম ছাড়াও আসন্ন বইমেলায় ১৪৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। আর রকমারি ডটকমে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ২৫% ডিসকাউন্ট ছাড়াও নগদ পেমেন্টে পাওয়া যাবে ২০% ক্যাশব্যাক।
বইটি সম্পর্কে জানতে চাইলে মাহবুব হাসান তন্ময় বলেন,
“আশা করছি বইটি পাঠকমহলকে ক্রিকেটের অনেক পুরনো ইতিহাস সম্পর্কে জানার তৃষ্ণা মেটাবে এবং একই সাথে অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্মিত হতে বাধ্য করবে।”
লেখালেখি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“আমি আসলে লেখক পরিচয়ের চাইতে সংকলক পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ আমার লেখার প্লটটা ফিকশন বলতে যেটা বুঝি গল্প, উপন্যাস- তেমন না। তারপরও ‘ক্রিকেট ৩৬৫’ বইটির মাধ্যমে সাড়া পেলে ভবিষ্যতে অন্য কোনো খেলার ইতিহাস নিয়ে বই প্রকাশের ইচ্ছা রয়েছে।”
বিএনএনিউজ/মুহা. ফাহীসুল হক ফয়সাল/এইচ.এম।