বিএনএ, ঢাকা: ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়িতে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকাসহ তিন কেজি স্বর্ণ উদ্ধার করেছে আয়কর বিভাগ।
এনডিটিভির খবরে বলা হয়, মাটির নিচে একটি পানির ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
আয়কর দপ্তরের জব্বলপুর বিভাগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মার বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাই পরিবারের বাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধার হয়েছে। মাটির নিচে একটি পানির ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
এর সপ্তাহ দুয়েক আগে কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি টাকা উদ্ধার করেছিল আয়কর দপ্তর।
বিএনএ/ ওজি