17 C
আবহাওয়া
১০:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ : আহত ৫

কুষ্টিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ : আহত ৫

কুষ্টিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ : আহত ৫

বিএনএ, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৫ জন শ্রমিক।

শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকজন শ্রমিক কারখানায় ঢুকতে যান। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্ততপক্ষে ৫ জন আহত হন। এক পর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে। এ সময় তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয়।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, তারা আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাস্তা অবরোধকারী শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ