15 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই নিরাপত্তা কর্মী আহত

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই নিরাপত্তা কর্মী আহত


বিএনএ, ডেস্ক : রাজধানীর কদমতলীর ঢাকা ম‍্যাচ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন সানি (৪৫) ও মো. আলমগীর (৪০) নামের দুই নিরাপত্তা কর্মী গুলিবিদ্ধ হয়েছে । শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া তিনটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে ভর্তি করেন।

নিরাপত্তা কর্মীদের নিয়ে আসা  সুপারভাইজার মোহাম্মদ সবুজ জানান,গুলিবিদ্ধ দুইজন নিরাপত্তা কর্মী ডিউটি করার সময় হঠাৎ তারা বাইরে গুলির আওয়াজ শুনতে পায়। পরে তারা দুইজন টর্চ লাইট নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাদের দুইজনের পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নিয়ে যাই । পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, কে বা কারা তাদের দুইজনকে গুলি করে পালিয়ে গেছে সে বিষয়টি জানা যায়নি।আহতদের মধ্যে মনির হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় । তার বাবার নাম  হারেসে।মো. আলমগীর খুলনা জেলার দিঘলিয়া উপজেলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কদমতলী থানার এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেওয়া হয়।তাদের দুজন নিরাপত্তা কর্মী বলে জানতে পেরেছি।  তাদের দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ