19 C
আবহাওয়া
১:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » নারী হজ যাত্রীদের জন্য সৌদির ৯ নির্দেশনা

নারী হজ যাত্রীদের জন্য সৌদির ৯ নির্দেশনা


বিএনএ : নারী হজ যাত্রীদের জন্য ৯টি নির্দেশনা জারি করেছে সৌদি আরব। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী কর্তৃপক্ষ আরামদায়ক ও সম্মানজনকভাবে পরিদর্শনে এ নির্দেশনা জারি করেছে। খবর গালফ নিউজ।

ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ এক্স পোস্টে এ নির্দেশনা শেয়ার করে। এসব নির্দেশনা নারীদের নামাজের স্থানগুলোতে মেনে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা,  ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা এবং নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো।

এছাড়া নির্দেশনায় পরিষ্কার-পরিচ্ছন্নের ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা এবং জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।

ব্যক্তিগত মালামাল সাবধানে রাখতে হজ যাত্রী নারীদের বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ