24 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ

বিএনএ, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকায় সমাবেশে যাওয়ার পথে আসিফ নুর খান নামের এক ছাত্রদল নেতাকে পিটিয়ে ছাত্রলীগ পুলিশে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলা সদর বাস কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

আসিফ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মকসুদ আহাম্মদের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলা উদ্দিন বলেন, আসিফ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে যোগ দিতে আসিফ ঢাকায় যাওয়ার জন্য উপজেলা সদরের বাস কাউন্টারে গেলে সেখানে ছাত্রলীগের ছেলেরা তাঁকে মারধর করেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, গতকাল রাতে সন্দেহজনক গতিবিধি দেখে অন্য এলাকার ছাত্রলীগের কর্মীরা এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বলে তিনি জেনেছেন। তবে তাঁকে মারধর করার তথ্য সত্য নয় বলে তাঁর দাবি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গতকাল রাতে ব্যাগসহ সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কিছু ছেলে এক ছাত্রদল নেতাকে ধরে পুলিশে দিয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে একটি মামলা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন