17 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সেরা দশে তিন বাংলাদেশি বোলার

সেরা দশে তিন বাংলাদেশি বোলার


বিএনএ, ক্রীড়া ডেস্ক : টানা দুই ওয়ানডে ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। ৫০ ওভারের সংস্করণে সেরা দশে উঠে এসেছেন তিন বাংলাদেশি বোলার।

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন ২ উইকেট। এমন পারফরম্যান্সের পর ওয়ানডেতে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছেন তিনি।

অন্যদিকে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ফর্মের তুঙ্গে থাকা মেহেদী হাসান মিরাজ রয়েছেন তালিকার ৮-এ।

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ