বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৩১ তম ব্যাচের সদস্য তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী সানজিদা শারমিন (৩৬) চিকিৎসাধীন অবস্থায় বুধবার(৮ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …….রাজিউন)।
সানজিদা শারমিন এর মৃত্যুতে প্রধান তথ্য অফিসার মো: শাহেনুর মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধান তথ্য অফিসার মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া পৃথক এক বিবৃত্তির মাধ্যমে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন জাহাঙ্গীর আলমের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি মা ও ছয়বছরের একটি পুত্রসন্তান রেখে গেছেন।