বিএনএ নীলফামারী:
বিএনএ নীলফামারী: নীলফামারী সদরের বৌ বাজার রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আট বছর বয়সী লিমা আক্তার, সাত বছর বয়সী মিনা আক্তার, চার বছর বয়সী মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন। নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজারে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের রেললাইনে সকলে খেলা করছিল তিন ভাই বোন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিন ভাই বোন মারা যান। এ সময় তাদের বাঁচাতে গিয়ে নিহত হন প্রতিবেশী শামীম হোসেন।
এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সকাল ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে নীলফামারী জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি চলে যায়।
বিএনএনিউজ২৪/এমএইচ