26 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ডিপজল!

অঞ্জনাকে ধরিয়ে দিতে বললেন ডিপজল!


ঢাকাই সিনেমার নায়িকা অঞ্জনাকে দেখলেই পুলিশে ধরিয়ে দিতে বলেছেন খল অভিনেতা ডিপজল। এ প্রসঙ্গে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফেসবুক পেজে ডিপজল অঞ্জনার একটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লেখেন, ওয়ারেন্টের আসামি অঞ্জনাকে ধরিয়ে দিন। অভিনেতা আরও লেখেন, দেখামাত্রই থানায় খবর দেন।

জানা যায়, অঞ্জনা গত বছর ডিপজলের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। ছয় মাসের মধ্যে ধার পরিশোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা ফেরত দেননি। নির্দিষ্ট সময় পর ডিপজল টাকা ফেরত চাইলে অঞ্জনা চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ডিপজলকে ডাচবাংলা ব্যাংকের একটি চেক দেন। কিন্তু চেকটি ডিসঅনার হয়ে যায়।

এরপর ২৩ মার্চ টাকা পরিশোধ করার জন্য অঞ্জনাকে লিগ্যাল নোটিশ পাঠান ডিপজল। লিগ্যাল নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে অঞ্জনাকে পুরো অর্থ ফেরত দেয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান অভিনেতা। ধার পরিশোধ না করার কারণে অঞ্জনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় অঞ্জনার দেখা পেলেই থানায় খবর দেয়ার অনুরোধ করেছেন ডিপজল।

বিএনএ/ ওজি/হাসনা


শিরোনাম বিএনএ