26 C
আবহাওয়া
৫:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক : রাজধানীর ডেমরায় কোনাপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় অটোরিকশার ধাক্কায় ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে নিপা আক্তার জানান, ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি অটোরিকশা আমার বাবাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ