27 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর ইস্কাটন রোড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিভাবে জানা যায়নি।

দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন।

তিনি বলেন, ইস্টার্ন টাওয়ারের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়েছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন পথচারী জানান, দ্রতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এরপর ট্রাকটি মগবাজারের দিকে পালিয়ে যায়। ওসি আরো জানান আইনি প্রক্রিয়া শেষে নিহতদের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিএনএনিউজ/ আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ