25 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » T20 World Cup: দুর্বল নামিবিয়াকে হারালো ভারত

T20 World Cup: দুর্বল নামিবিয়াকে হারালো ভারত

T20 World Cup: ভারত ৭০/০(৮ ওভার), নামিবিয়া ১৩২/৮,

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সপ্তম আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার(৮নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বিশ্বকাপে নবাগত নামিবিয়া দল।রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের তোপে পড়ে ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়ার খেলোয়াড়রা।

নামিবিয়ার ওপেনার স্টিফেন বার্ড ২১ বলে ২১, অলরাউন্ডার ডেভিড উইসে ২৫ বলে ২৬, জ্যান ফ্রাইলিংক ১৫ বলে ১৫ রান, রুবেল ট্রাম্পলম্যান ৬ বলে ১৩ রান সংগ্রহ করেছেন।

ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন জাদেজা ও অশ্বিন।  এছাড়া জাসপ্রিত বুমরাহ ১৯ রানে পান দুই উইকেট।

জবাবে খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত এক উইকেটে ১৫.২ ওভার খেলে ১৩৬ রান সংগ্রহ করেছে।ফলে ৯ উইকেটে দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে জয় লাভ করে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম সেমিফাইনালের আগেই বিদায় নেয় ভারত। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় ভারতীয়দের।নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হেরে যায় ভারত।

বিএনএ নিউজ ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ