বিএনএ, গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ (শিক্ষার্থী কর্তৃক): ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক): ৪ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। সােনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ: ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর এবং ফি বিবরণী, বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার তারিখ: ১২ ডিসেম্বর পর্যন্ত।
বিএনএ/রুকন, এমএফ