25 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পাঁচে পাঁচ: সব ম্যাচে জয়ী পাকিস্তান

পাঁচে পাঁচ: সব ম্যাচে জয়ী পাকিস্তান


বিএনএ, ক্রীড়াডেস্ক: টানা পঞ্চম জয়ের স্বাদ নিল পাকিস্তান। স্কটল্যান্ডকে ব্যাটে-বলে রীতিমত বিধ্বস্ত দেয় বাবর আজমের দল।। রোববার শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এই নিয়ে এই পর্বের ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেল দলটি। আর জয় ছাড়াই স্কটল্যান্ড বিদায় নিল।

স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপসেরা হয়েই সেমিফাইনালে উঠল পাকিস্তান। ২০ ওভারে ১৮৯ রানের বড় স্কোর করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ১১৭ রানে থামে স্কটিশদের ইনিংস।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। তবে ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার। ১৯ বল খেলে ১৫ রান করেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে মাত্র ৮ রানে থামেন ফখর জামান।

এ সময় কিছুটা চাপে থাকলেও পাকিস্তান তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়িয়ে নেন বাবর। মাত্র ১৯ বল খেলে ৩১ রান তুলে ফেরেন হাফিজ। দলীয় অধিনায়ক বাবর আজম তুলে নেন চলতি বিশ্বকাপের চতুর্থ ফিফটি। আউট হওয়ার আগে করেন ৬৬ রান।

এরপর ব্যাট হাতে শারজার মাঠে রীতিমতো ঝড় তুলেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। শেষ দুই ওভারে তোরেন ৪৩ রান। শেষ পর্যন্ত খেলে গিয়ে মাত্র ১৮ বল খেলে অপ্রতিরোধ্য ৫৪ রান করেন।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যদিও মিডল অর্ডারে তাদের সেরা ব্যাটসম্যান রিচি বেরিংটন ৩৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে যান। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।

তবে স্কটল্যান্ডকে অলআউট করতে পারেনি পাকিস্তানি বোলাররা। ৬টি উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। জর্জ মানসে ৩১ বল খেলে করেন ১৭ রান। কাইল কোয়েৎজার করেন ৯ রান। ম্যাথ্যু ক্রস করেন ৫ রান। ডিলান বাজ আউট হন শূন্য রানে।
আরব আমিরাতের মাটিতে ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছে পাকিস্তান এবং সবগুলো ম্যাচেই জয়ী হয়েছে তারা্।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ