27 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - অক্টোবর ৯, ২০২৪
Bnanews24.com
Home » ভূমি নামজারি,কর পরিশোধ নিয়ে সংশয় দূর করতে হবে–ভূমি উপদেষ্টা

ভূমি নামজারি,কর পরিশোধ নিয়ে সংশয় দূর করতে হবে–ভূমি উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ

ঢাকা : ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, তৃণমূল মানুষের দোরগোড়ায় কাক্সিক্ষত ভূমি সেবা পৌঁছে দিতে হবে। ভূমি সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনপদের মানুষের মধ্যে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জানার সীমাবদ্ধতা রয়েছে। প্রান্তিক পর্যায়ে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে ভূমি নামজারি, ভূমি কর পরিশোধ ও হোল্ডিং নম্বর প্রাপ্তির ভয়-ভীতি ও সংশয় দূর হবে বলে তিনি জানান।

মঙ্গলবার( (৮ অক্টোবর) ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি স্বয়ংক্রিয় ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) এবং ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পত্তি দখলের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে। কিন্তু মামলার নোটিশ মন্ত্রণালয় যথাসময়ে না পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে সজাগ থাকার পরামর্শ দেন। প্রবাসীগণ দেশে জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করেন। তাদের জায়গা-জমি প্রায়ই মামলাবাজরা দখল করে হয়রানি করে থাকে। তিনি প্রবাসীদের ভূমি সেবাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তাদানের নির্দেশনা দেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মোঃ এমদাদুল হক চৌধুরী ও মাইসফ্ট হেভেন (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোফাখ্খারুল ইসলাম।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ