22 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সড়কে কচু গাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

সড়কে কচু গাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

সড়কে কচু গাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ২৫ বছর ধরে অবহেলিত প্রায় ১ কিলোমিটার সড়ক সংস্কার না করায় কচু গাছ লাগিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা।

শনিবার (৭ অক্টোবর) বোয়ালখালী পৌর ৫ নম্বর ওয়ার্ডের মুফতি পাড়া হাজিরহাট স’ মিল-আজিজিয়া মাদ্রাসা সড়কে ব্যতিক্রমী এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

স্থানীয়রা জানান, এলাকার জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও কর্ণপাত না করায় বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছেন। এই সড়ক দিয়ে অন্তত এক হাজার মানুষ নিত্য যাতায়াত করেন। গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলা দায় হয়ে গেছে। বিশেষ করে এক কিলোমিটার জুড়ে অসুস্থ, বয়স্ক মানুষজন, নারী ও স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আল সিরাজ ভাণ্ডারী জানান, জন্মলগ্ন থেকে এই সড়কের বেহাল দশা দেখে আসছি। জনপ্রতিনিধিদের চোখ থেকেও নেই। তারা এলাকার মানুষজনের এ দুর্ভোগ দেখেও দেখছেন না।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৭

আরেক বাসিন্দা মোশরাফুল হক জানান, সড়কটি সংস্কার করা এখন সময়ের দাবি। সড়ক দিয়ে কোন গাড়ি চলাচল করতে পারে না। যেখানে সুস্থ মানুষ সড়ক দিয়ে হাঁটার অবস্থা নেই সেখানে অসুস্থ ব্যক্তি চলাচল কীভাবে করবে।

বোয়ালখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান জানান, সড়কটির ৭৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ