18 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মিয়ানমারের খবর: সরকার নিযুক্ত প্রশাসকদের গণপদত্যাগ

মিয়ানমারের খবর: সরকার নিযুক্ত প্রশাসকদের গণপদত্যাগ

মিয়ানমারের খবর: সরকার নিযুক্ত প্রশাসকদের গণপদত্যাগ

মিয়ানমারের সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে তীব্র সরকার বিরোধী আন্দোলন চলছে। ৮মাস আগে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে বিভিন্ন প্রদেশের আঞ্চলিক বিদ্রোহী সশস্ত্র গ্রুপগুলো। অন্যদিকে জান্তা সরকারের  বিরোধী জোট মিলে গঠন করা ন্যাশনাল ইউনিটি গভর্ণর(এই ইউজি) জাতীয় সরকারের আহবানে বিভিন্ন ওয়ার্ড, উপজেলা ও থানা প্রশাসনে জান্তা সরকারের নিয়োগ করা প্রশাসকগণ গণ পদত্যাগ করতে শুরু করেছেন।

এই ইউজির উদ্ধৃতি দয়ে শুক্রবার (৮অক্টোবর) মিয়ানমার নাও জানায়, গত কয়েকদিনে ১৫২জন স্থানীয় প্রশাসক পদত্যাগ করেছেন। এরআগে এনইউজি ৩০সেপ্টেম্বরের মধ্যে প্রশাসকদের পদত্যাগের আলটিমেটাম দিয়ে বলেছিল, অন্যথায় প্রশাসকরা জনরোষের শিকার হতে পারেন।

গত ২ অক্টোবর একজন স্থানীয় প্রশাসক গুলিতে মারা গেছেন।

মিয়ানমারের খবর:, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ